প্রেয়সীর চুল
- সিবগাতুর রহমান ২৭-০৪-২০২৪

জীবনানন্দ হারায় দিশা
ফেঁসে যায় নজরুল,
যাহার পরশে ধন্য হয়েছে
বনের বাহারি ফুল।
যাহারে চুমিয়া বাগের গোলাপ
হইল ফুলের রাণী,
যাহার ছায়ায় লুকানো প্রেমের
মধুর আলাপনি।
যাহার আঁধারে হারায় প্রেমিক
নিজে নিজে সাজে কবি,
মেঘের সাথে যার বড় ভাব
লুকুচুরি খেলে রবি।
এমন আঁধারে মুগ্ধ হয়েছি
বেসেছি তারেই ভালো,
রাত্রিনিশিও হার মেনে যায়
জোনাকিও দেয় আলো।
জোৎস্না ছড়ানো এমন চাঁদরে
খেলা করে শত ফুল,
মেঘকালো সেই রুপের রাণী
আমার প্রিয়ার চুল।
দখিনা হাওয়ায় প্রেয়সী আমার
খোঁপার বাঁধন ছড়ালে,
নিজেকে হারিয়ে খুঁজি বার বার
এমন রুপের আড়ালে।
****

রচনাকালঃ ১৭ সেপ্টেম্বর ২০০৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।